বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের সংস্কার কাজ শুরু হবে 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের সংস্কার কাজ শুরু হবে 

জুলাই মাসে  বৈষম্য ছাত্র-জনতা আন্দোলন চলাকালে সাইনবোর্ড  এলাকায়  হামলা, ভাঙচুরে, লুটপাট ও অগ্নিসংযোগের কবলে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যাওয়া এ পাসপোর্ট অফিসের কার্যক্রম প্রায় তিন মাস বন্ধ রয়েছে। 

ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম চালু করার প্রক্রিয়া শুরু করার জন্য টেন্ডার আহ্বান করেন এবং টেন্ডার জমা দেয়া হয়েছে। খুব দ্রুত নভেম্বর মাসে জনগণের কথা চিন্তা করে এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে কার্যক্রম শুরু করা হবে বলে আশ্বাস প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস আগুনে পুড়ে যাওয়ায় প্রায় ৮ হাজার পাসপোর্ট ক্ষতি হয়, জনগণের কথা চিন্তা করে নভেম্বর মাসে সংস্কার করার কার্যক্রম চালু হবে। 

বর্তমানে পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট করতে আগ্রহী গ্রাহকরা সেবা নিতে অনেক কষ্ট হচ্ছে। সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানার জনগণ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার জনগণ কেরানিগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার থানার জনগণ নরসিংদী পাসপোর্ট করতে আসা ও যাওয়া করতে হচ্ছে, এতে চরম ভোগান্তি হচ্ছে সেবাগ্রহীতাদের। এর থেকে মুক্তি পেতে নারায়ণগঞ্জ জেলাবাসী জেলা প্রশাসকের কাছে দ্রুত সংস্কার কাজ করে কার্যক্রম শুরু করতে আহ্বান জানান। 

নির্বাহী প্রকৌশলী হারুন রশীদ বলেন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সংস্কার করার জন্য বাজেট তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে এবং অনুমোদন হয়েছে নভেম্বর মাসে সংস্কার কাজ শুরু হবে দুই ধাপে করবেন বলে জানান। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ নভেম্বর মাসে সংস্কার কাজ শুরু হবে।

টিএইচ